ফের নতুন করে শিক্ষক নিয়োগ কবে হবে তা নিয়ে বিতর্ক আছে পরীক্ষার্থীদের মধ্যে। এই বিতর্কের মধ্যে চলতি বছরের মধ্যেই রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলে কম্পিউটার শেখাতে চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
এখন পর্যন্ত যা জানা গিয়েছে, রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য চুক্তির ভিত্তিতে অন্ততপক্ষে ২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আপাতত মন্ত্রীসভার এই সিদ্ধান্ত পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরে। দফতর মন্ত্রীসভার এই সুপারিশের সবদিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারপরেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
দ্রুত সবকিছু চূড়ান্ত করবে শিক্ষা দফতর। তারপর বাংলা নতুন বছরের শুরুতেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে স্কুল শিক্ষা দফতর। তবে ওই সমস্ত শিক্ষকদের বেতনের পরিমাণ কেমন হবে? ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তবে শিক্ষা দফতরের সূত্রের খবর, এই সমস্ত শিক্ষকদের বেতন ৮ বা ১০ হাজার করা হতে পারে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন