অনেক দিনের দাবি ছিল। এবার সেই দাবি মানতে চলেছে বলে জানা গিয়েছে। এবার মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির (এমএসকে) ভারপ্রাপ্ত মুখ্য শিক্ষা সম্প্রসারক (প্রধান শিক্ষক)-দের ভাতাবৃদ্ধির উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য শিশুশিক্ষা মিশন।
যাঁরা ইতিমধধ্যে মাস্টার ডিগ্রি করে ফেলেছেন এবং শিক্ষক শিক্ষণ ডিগ্রি পেয়েছেন, তাঁদের ভাতা মুখ্য শিক্ষা সম্প্রসারকদের সমতুল করে দেওয়া হবে বলে সূত্রের খবর। শুক্রবার মিশন অধিকর্তা শুক্তিসিতা ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি অর্ডারে বলা হয়েছে, রাজ্যের সমস্ত ভারপ্রাপ্ত মুখ্যশিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের নাম, প্রতিষ্ঠানের নাম, ইউডাইস কোড, কাজে যোগদানের তারিখ এবং বর্তমান শিক্ষাগত যোগ্যতা সম্বলিত একটি নির্দিষ্ট ফরম্যাট কমিশনে জমা দিতে হবে।
ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে-এমএসকে টিচার্স অ্যান্ড ওএস ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি মুকলেস রহমান বিশ্বাস বলেন, সরকারি অর্ডার অনুযায়ীই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি এবং শিক্ষক শিক্ষণে প্রশিক্ষণ থাকলে ভারপ্রাপ্ত মুখ্য শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের ভাতা মুখ্য শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের সমতুল করে দেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন তাঁরা এটা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ভারপ্রাপ্তরা এখন মাসে ১৩ হাজার টাকা মাসিক ভাতা পান। আর স্থায়ীরা পান ১৪ হাজার টাকা।
দীর্ঘদিন ধরে আমরা এর দাবি জানিয়ে আসছিলাম। কমিশন এর ছাড়পত্র দিলে প্রায় ১৬০০ শিক্ষক উপকৃত হবেন।
অন্যদিকে, রাজ্যের এমএসকে গুলিতে ভলান্টিয়ার টিচারদেরও স্থায়ীকরণের উদ্যোগ নিচ্ছে মিশন। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের এমএসকেগুলিতে যত ভলান্টিয়ার টিচার নিযুক্ত হয়ে এখনও কর্মরত, তাঁদের যাবতীয় তথ্য ৪ মার্চের মধ্যে চেয়ে পাঠানো হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে-এমএসকে টিচার্স অ্যান্ড ওএস ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি মুকলেস রহমান বিশ্বাস বলেন, সরকারি অর্ডার অনুযায়ীই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি এবং শিক্ষক শিক্ষণে প্রশিক্ষণ থাকলে ভারপ্রাপ্ত মুখ্য শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের ভাতা মুখ্য শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের সমতুল করে দেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন তাঁরা এটা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ভারপ্রাপ্তরা এখন মাসে ১৩ হাজার টাকা মাসিক ভাতা পান। আর স্থায়ীরা পান ১৪ হাজার টাকা।
Loading...
অন্যদিকে, রাজ্যের এমএসকে গুলিতে ভলান্টিয়ার টিচারদেরও স্থায়ীকরণের উদ্যোগ নিচ্ছে মিশন। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের এমএসকেগুলিতে যত ভলান্টিয়ার টিচার নিযুক্ত হয়ে এখনও কর্মরত, তাঁদের যাবতীয় তথ্য ৪ মার্চের মধ্যে চেয়ে পাঠানো হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন