বিতর্কটা চলছিল অনেকদিন ধরে। এবার সেই বিতর্কের অবসান হল বলে মনে করছে বিশেষজ্ঞরা। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশিকা বেরিয়ে গেল। রোপা ২০১৯ অনুযায়ী তাঁদের পে-ফিক্সেশন এবং পদের বিন্যাস ঠিক করার গাইডলাইনও দেওয়া হয়েছে।
১ জানুয়ারি, ২০১৬ থেকে ইনক্রিমেন্ট যোগ করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের যে হিসেব হয়, সেটা ১ জানুয়ারি, ২০২০ থেকে তাঁরা পাবেন। ইতিমধ্যেই অন্যান্য দপ্তরের সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, সরকারি কলেজ শিক্ষক, অধ্যক্ষদের ম্যাচিং অর্ডার বেরিয়ে যাওয়ায় তাঁরা কয়েক মাস আগে থেকে বর্ধিত বেতনই পাচ্ছেন।
কলেজ শিক্ষকদের ক্ষেত্রে দেরি হল কেন?
Loading...
জানা গিয়েছে, ১ জানুয়ারি, ২০১৬ নাকি ১ জুলাই, ২০১৬— কবে থেকে তাঁদের ইনক্রিমেন্ট ধরা হবে বা দু-টির মধ্যে থেকে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য অন্যান্য সরকারি কর্মচারীর মতো অপশন ফর্ম দেওয়া হবে কি না, তা ঠিক করতেই এই বিলম্ব। শেষ পর্যন্ত ঠিক হয় এই অপশন তাঁরা পাবেন না। যেহেতু তিন-চার মাসের প্যাকেজে কলেজ শিক্ষকদের বেতন অগ্রিম ট্রেজারিতে ঢুকে যায়, তাই অধিকাংশ জুলাইয়ের আগে এই বর্ধিত বেতন হাতে পাবেন না বলেই মনে করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন