করোনা আক্রান্ত গোটা কলকাতা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে রেড জোন তো বটেই, শহরের ভিতরেই রয়েছে ৩১৯টি কন্টেনমেন্ট জোন। শুধু তাই নয়, তৃতীয় দফার লকডাউন শুরু হলেও সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।
রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানের দিকে তাকালেই কলকাতার ছবিটা স্পষ্ট হবে। স্বাস্থ্য দফতর প্রতিদিনই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে। আজ শুক্রবার অর্থাৎ ৮ মে সন্ধ্যা পর্যন্ত হিসাব ধরলে, রাজ্যে এখনও পর্যন্ত ১৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কলকাতারই ১০৭ জন অর্থাৎ ৬৬.৯ শতাংশ। স্বাস্থ্য দফতরের হিসেবে ওই ১৬০ জনের মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি করোনার কারণে। তার মধ্যে বাকি ৭২ জনের মৃত্যুর কারণ কো-মরবিডিটি। পরিসংখ্যান বলছে, এ ক্ষেত্রে শুধুমাত্র করোনাতেই কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫ জনের অর্থাৎ ৬২.৫ শতাংশ। শহরে বাকি ৫২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। শুধু তাই নয়, গোটা রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত এই মুহূর্তে পর্যন্ত ১ হাজার ১৯৫ জন।
তার মধ্যে কলকাতাতেই ৫৭২ জন। অর্থাৎ এই শহরেই রাজ্যের মোট সক্রিয় করোনা রোগীর ৪৭.৯ শতাংশ রয়েছেন। সরকারি তথ্যবলছে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ৩১৯টি কন্টেনমেন্ট জোন রয়েছে। তার মধ্যে ১ থেকে ৯ নম্বর বরোয় ২৫৪টি এবং ১৫ নম্বর বরোয় ২৭টি কন্টেনমেন্ট জোনে সব থেকে বেশি উদ্বেগজনক পরিস্থিতি।
রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানের দিকে তাকালেই কলকাতার ছবিটা স্পষ্ট হবে। স্বাস্থ্য দফতর প্রতিদিনই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে। আজ শুক্রবার অর্থাৎ ৮ মে সন্ধ্যা পর্যন্ত হিসাব ধরলে, রাজ্যে এখনও পর্যন্ত ১৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন