কিছু রাজ্য থেকে সময়ে তথ্য আসেনি। পরে রিপোর্ট পেয়ে সেই তথ্য যোগ হবার পরেই দেশে করোনায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি দেখানো হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই বললেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।
গোটা দেশে গত একদিনে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে।
এই খবর প্রকাশ হবার পরেই এত মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও এব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নের উত্তরে তিনি জানান, করোনায় মৃত্যু নিয়ে দু-একটি রাজ্য কেন্দ্রকে সঠিক সময়ে তথ্য দেয়নি। সেই কারণেই পরে ওই তথ্য জোগাড় করে তা যোগ করাতেই করোনায় গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মৃত্যু দেখান হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন