করোনা উলটপালট করে দিয়েছে সব হিসেব। কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। সব ঠিকঠাক থাকলে ৮ মে বসবেন প্রশাসক। মঙ্গলবার একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
তবে কে হচ্ছেন প্রশাসক? সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয় নি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, "প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২-১ দিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে।"
এপ্রিলের মাঝামাঝি নাগাদ পুরভোট হবে। এমনটাই প্রস্তাব করেছিল রাজ্য সরকার। কিন্তু এরই মাঝে হানা দেয় করোনা। মারণ ভাইরাসের জেরে দেশজুড়ে ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এখনও জারি লকডাউন। দু দফা পেরিয়ে এখন তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত জারি লকডাউন। আর এই করোনার জেরেই উলটপালট হয়ে গিয়েছে সব হিসেব। কলকাতা পুরসভা ইতিহাসে প্রথমবার বসতে চলেছেন প্রশাসক।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন