গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত ছড়িয়ে পড়তে পারে তার জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। চলতে থাকা লকডাউনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এই লকডাউন কি ফের বাড়বে? যদিও তেলেঙ্গানা সরকার আগেই জানিয়ে দিয়েছে যে, লকডাউন ১৭ মে শেষ করা হবে না। এবার একই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার।
শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।যা বর্তমান প্রেক্ষাপটে খুবি গুরুত্বপূর্ণ।
এদিন তিনি এক সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে অন্তত রেড জোনগুলিতে লকডাউন বাড়ানো হতে পারে মে মাসের শেষ পর্যন্ত। বিশেষ মুম্বই ও পুনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
ওই দুই জায়গা থেকেই এখনও পর্যন্ত মহারাষ্ট্রের ৯০ শতাংশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
সব দলের নেতারাই এদিন পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে এদিন।
এদিন তিনি এক সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে অন্তত রেড জোনগুলিতে লকডাউন বাড়ানো হতে পারে মে মাসের শেষ পর্যন্ত। বিশেষ মুম্বই ও পুনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
Loading...
সব দলের নেতারাই এদিন পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে এদিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন