চলতে থাকা লকডাউনের মধ্যে মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা ছিলই। সেটাই সত্যি করে চতুর্থ দফার লকডাউনের আগাম ইঙ্গিত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশবাসীর উদ্দেশে জানালেন, করোনা পরবর্তী দুনিয়ায় ভারতই হবে শ্রেষ্ঠ দেশ।
এবং সেজন্য আত্মনির্ভর দেশ গড়া অত্যন্ত আবশ্যিক। তাই করোনা মোকাবিলায় আত্মনির্ভর দেশ গড়তে বিরাট আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানালেন, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আগামী দিনে ভারতকে আত্মনির্ভর হতে বিপুল সহায়তা করবে।
আত্মনির্ভর ভারত অভিযান', এই নামই দিয়েছেন তিনি এই পদক্ষেপকে। তিনি বলেছেন, 'এই ২০ লক্ষ কোটি টাকা ভারতের আর্থিক বৃদ্ধির ২০ শতাংশ। ১৩০ কোটি দেশবাসীকে করোনা ভাইরাসের জেরে সম্মুখীন হতে হয়েছে বিরাট ক্ষতির। এই সময় আত্মনির্ভর হয়ে উঠতে হবে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে ভারত কী। তাই এই আত্মনির্ভর ভারত অভিযান শুরু হবে।'
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন