গোটা দেশে দ্রুত গতিতে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউন পরবর্তী পর্যায়ে কীভাবে রাজ্যে চালু হবে স্কুল। তা নিয়ে এবার রোডম্যাপ তৈরির কাজ শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, দ্রুত কয়েকজন প্রধান শিক্ষকের সাহায্য নিচ্ছেন রাজ্য দফতরের আধিকারিকরা।
মূলত কীভাবে স্কুল চালু করা হবে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের কীভাবে এবং কতজন পড়ুয়া নিয়ে ক্লাস নেওয়া হবে? নবম-দশম এবং একাদশ-দ্বাদশ এর জন্য ক্লাস নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, যাবতীয় বিষয় নিয়ে রোডম্যাপ প্রস্তুত করছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিব কয়েকটি ভিডিও কনফারেন্স সেরে ফেলেছেন ইতিমধ্যেই।
জানা গিয়েছে, স্কুল চালু করার আগে নেওয়া হতে পারে স্কুল ভিত্তিক অভিভাবকদের মতামত। তবে তা আপাতত পরিকল্পনা স্তরেই রয়েছে সবটাই। তাই এ বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি স্কুল শিক্ষা দফতরের কোনও আধিকারিক বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন