এদিন মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করেন। আর এই খবরে খুশি রাজ্যের পরীক্ষার্থীদের একটা বড় অংশ। অপরদিকে, রাজ্যের নিরাপত্তায় গুরুত্ব দিয়ে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে।
এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ লোক নিয়োগ হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ হবে, কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা স্থির করার দায়িত্ব তিনি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের উপরই ছেড়েছেন। এই ঘোষণায় অনেকে রাজনৈতিক চাল হিসেবে দেখলেও কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বেশ খুশি রাজ্যের সাধারণ নাগরিকরা।
এছাড়া এদিন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রাইভেট বাস, ট্যাক্সি, লরি, অটো প্রভৃতি যানবাহনের লাইসেন্স, ফিট সার্টিফিকেট ও অটোমেটিক রিনুয়ালের তারিখ বাড়িয়েছে সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন