করোনার কারণে রাজ্যে বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ আছে প্রায় সব পরীক্ষা। কিন্তু এবার সাপ্লিমেন্টারি–সহ স্নাতকের বিভিন্ন অন্তর্বর্তী পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত একটি নির্দেশিকা জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দেশিকাটি প্রতিটি কলেজকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন কলেজের অধ্যক্ষদের ই–মেলে পাঠানো ওই নির্দেশিকায় যে ৫ ধরনের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, তা হল, বিএ, বি এসসি, বি কম পার্ট–১ এবং পার্ট–২ (১+১+১ পদ্ধতি), বিএ, বি এসসি, বি কমের সেমেস্টার দুই এবং চার (সিবিসিএস পদ্ধতি)এবং বি কমের সেমেস্টার এক, তিন ও পাঁচের পরীক্ষা, তাঁদের জন্য যাঁরা ইতিমধ্যেই ষষ্ঠ সেমেস্টারে পাশ করে গেছেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন