করোনার কারণে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। যদিও হয়ে গেছে ইন্টারভিউ। ২০২১ সালের জানুয়ারি মাসেই প্রকাশ করে দেওয়া হবে প্যানেল। সেই প্যানেলের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে কাউন্সেলিং ও সুপারিশ দিয়ে রাজ্যের কলেজগুলিতে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের।
অধ্যক্ষের অবর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা কলেজের প্রশাসনিক কাজ সামলালেও তাতে বহু সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে, প্রশাসনিক দিক থেকে কিছুটা হলেও সমস্যা দেখা দিচ্ছে। বহুদিন ধরেই শূন্য থাকা অধ্যক্ষ পদগুলি পূরণে ২০১৯ সালের শেষদিক থেকে সচেষ্ট হয়েছিল রাজ্য সরকার।
প্রায় ১০০-র কাছাকাছি কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও মাঝে বাধ সাধে করোনা। মারণ এই ভাইরাসের সংক্রমণের কারণে থমকে গিয়েছিল অধ্যক্ষ পদে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন