রাজ্যের শিক্ষক নিয়ে বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মাফিক প্রাথমিকে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ শেষ হলেই যত দ্রুত সম্ভব প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করার কথা জানিয়েছে পর্ষদ। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের (TET) কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষক নিয়োগের ইস্যুতে বলতে গিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে, বুধবার বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের অন্তর্গত পাইকর স্কুল মাঠে একটি জনসভায় যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি ওই সভাতে বলেন, "রাজ্যে সাড়ে ১৬ হাজার চাকরি দেবে প্রাইমারিতে। কিন্তু একটা কথা আমি বলছি, যেন বিশ্বাস করে টাকা দেবেন না। টাকা চাইলে থানাতে ফোন করে তাঁকে ধরিয়ে দিন। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি। চাকরি পেতে কিন্তু টাকা দিয়ে হয় না। দালালরা এই সব করে। আর আপনি ঘুরে বেড়াবেন। এমন সব ভুল করবেন না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন