নির্বাচনের মুখে নিয়োগ নিয়ে জোড়া ধাক্কা খেল আদালত। পুলিশ কনস্টেবল নিয়োগ মামলার পর এবার একই নির্দেশ অন্য একটি নিয়োগের মামলাতেও। সাব ইন্সপেক্টর অব ফুড অ্যান্ড সাপ্লাইয়ে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করল আদালত। এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের জানান, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনও নিয়োগ করা যাবে না এই পদে।
২০১৯ সালে এই পরীক্ষা হয়। গত বছর ৩১ ডিসেম্বর এই দফতরে নিয়োগের প্যানেল প্রকাশিত হয়।
এই খবর জানাজানি হতেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ ওঠে। অভিযোগ তুলে প্রায় ১০০ জন মামলাকারী স্যাটের দ্বারস্থ হন। অন্যদিকে প্যানেলে নাম থাকা প্রার্থীদের ১ ফেব্রুয়ারি থেকেই নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। তার আগেই মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানান হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবী জানান, স্যাটে আপাতত একজন আইনজীবী থাকায় তারা এই মামলা এখন শুনতে পারছেন না। এরপরই আপাতত এই নিয়োগে স্থগিতাদেশ জারি করে দেয় আদলত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন