CBSE (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন) আগামী ২ ফেব্রুয়ারি দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, পড়ুয়াদের ৪৫ বছরের রেকর্ড ডিজিটালাইজ করবে সিবিএসই। ২০২১ সালের দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরুর দিনগুলি গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী।
এদিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল যে প্রতিবছরের মতোই এই পরীক্ষাগুলিও কেন্দ্রে গিয়ে দিতে হবে। অর্থাৎ, অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে না। মন্ত্রী বলেছিলেন, বোর্ড পরীক্ষা সংক্রান্ত কোনও কর্মসূচিই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে না। বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন