মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। পাশাপাশি পদত্যাগ করলেন দলীয় পদ থেকেও। তবে বিধানসভার মেয়াদ সম্পূর্ণ করতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা সভাপতিত্ব ছাড়তে চেয়ে তিনি সুব্রত বক্সীর কাছেও চিঠি পাঠিয়েছেন বলে খবর। এবার কি বিজেপিতে যাচ্ছেন?
এমন প্রশ্নের তেমন কোনও স্পষ্ট উত্তর মেলেনি এখনও। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান প্রাক্তন ক্রিকেটার। কিছু দিন তিনি বিশ্রাম নেওয়ার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন তিনি।
সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই লক্ষ্মীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, 'যত তাড়াতাড়ি মুখোশ খোলে ততই ভাল'। দলে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। সরব বৈশালীও। অন্যদিকে তৃণমূলে কেউ আদর্শ নিয়ে কাজ করতে পারেন না বলেই প্রতিক্রিয়া বিজেপির।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন