অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা দেখে বেরিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সৌরভের সঠিক চিকিৎসার জন্য হাসপাতালকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শনিবার সৌরভকে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সৌরভ এখন ভালই আছে। হাসপাতালের বেডে শুয়ে আমাকেই উলটে জিজ্ঞেস করল, আপনার শরীর ভাল আছে তো? তবে একটা বিষয় জেনে আমি অবাক হলাম।
প্রসঙ্গত, আজ সকালে বাড়িতে জিম করার সময়ই মাথা ঘুরে পড়ে যান তিনি। আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। তার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রতি দিনই সকালে নিজের বাড়িতে শারীরিক কসরত করেন সৌরভ। আর এদিনও জিম করছিলেন তিনি। ৪৮ বছরের সৌরভের শরীরে কোনও বিশেষ রোগ নেই বলেই পরিবারের তরফে জানানো হয়েছে। ব্ল্যাক আউটের খবর পাওয়ার পরই দ্রুত চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। ওই হাসপাতালের জরুরি বিভাগে সৌরভকে ভরতি করানো হয়েছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে এখনও দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। সেই বিষয়টি কীভাবে ঠিক হবে, তা নিয়ে আলোচনায় চিকিৎসকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন