প্রায় আট মাসের কাছাকাছি সময় বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখন ছাত্র-ছাত্রীদের একটাই প্রশ্ন কবে থেকে খুলবে স্কুল কলেজ? এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য অন্তত সেই রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে জল্পনা বাড়াল। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী জানান "রাজ্যের স্কুল গুলিকে স্যানিটাইজ করার কথা বলা হচ্ছে। যাতে স্কুল খোলা নিয়ে প্রস্তুত থাকতে পারে স্কুল কর্তৃপক্ষ। রাজ্য সরকার যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই স্কুল খোলা হবে। আমরা চাই যাতে স্বাভাবিক পঠন-পাঠন হয়।"অন্যান্য রাজ্যে স্কুল খোলা নিয়ে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন " কোন রাজ্যে কবে থেকে স্কুল খোলা হচ্ছে সেই বিষয়ে আমাদের জানা নেই। আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভাবতে হবে। স্বাস্থ্যবিধি যাতে বজায় থাকে সেটাও মাথায় রাখতে হবে।"
স্কুল শিক্ষা
অপরদিকে, গত নভেম্বর মাসের শেষদিকে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পার্থ বাবু। সেই ভার্চুয়াল বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না। সেই মোতাবেক ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের না খুললেও বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের শেষের দিকে আবারও রাজ্যের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রীর। সেই বৈঠক এ রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলি খোলার ব্যাপারে কোনও ইঙ্গিত দেন নাকি সেদিকেই তাকিয়ে উপাচার্যরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন