আজই শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। তার আগে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। সমকাজে সম বেতনের দাবিতে বুধবার বেলা ১১টা নাগাদ বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা। এদিন বিধানসভা ৬ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পার্শ্ব শিক্ষকদের সংগঠন 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ'-র তরফে জানানো হয়, সম কাজে সম বেতনের দাবিতেই এদিনের বিক্ষোভ। এদিন মহিলা বিক্ষোভকারীরা গেটের উপর উঠে পড়েন।
সংগটনের দাবি, সমকাজে সমবেতন দিতে হবে তাদের। বলে, আজ বিধানসভা ভবনে অধিবেশনের প্রথম দিন জেনেই তারা বিক্ষোভ দেখাতে আসে। মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের সময় বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য ছিল। অন্যদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাছে শিক্ষক অভিযানের খবর ছিল না। হঠাৎ অভিযানের কারণেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। যদিও বিক্ষোভকারী শিক্ষিকারা জানান, তাঁদের আজকের বিক্ষোভ পূর্বঘোষিত কর্মসূচি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন