কাল থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। তার ঠিক একদিন আগে দেশের করোনা চিত্রটা আরও খানিকটা স্বস্তি দিল। দৈনিক আক্রান্ত তো কমলই, সেই সঙ্গে খানিকটা কমল মৃতের সংখ্যাও। অ্যাকটিভ কেস কমে দাঁড়াল মাত্র ২.২ শতাংশ। দিন কয়েক আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ১২ হাজারে। যা কিনা ৭ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। তারপর পরপর দু-দিন এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছিল। শুক্রবার ফের দৈনিক সংক্রমণ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলল।
অপরদিকে, টানা লকডাউনের পরে রাজ্য সহ গোটা দেশের সব কিছু সচল হলেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি, সব স্কুলেই পড়াশোনা হচ্ছে অনলাইনে। এবার স্কুল খোলা নিয়ে প্রস্তুতি সেরে ফেলতে চিঠি পাঠালেন সিআইএসসি সচিব জেরি আরাথুন। আইসিএসই বোর্ডের অধীনে থাকা দেশের সব স্কুলেই পৌঁছেছে এই চিঠি।
ওই চিঠিতে প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে প্রাথমিক প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছেন সচিব জেরি আরাথুন। ইতিমধ্যে প্রত্যেক স্কুলকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা অনলাইনে ল্যাবেরটরির সহ আরও কিছু সুবিধা পাননি। আর সেই কারণে প্র্যাক্টিক্যাল ক্লাস ঠিক করে হতে পারেনি। সেই সব জটিলতা কাটাতেই প্র্যাক্টিক্যাল ক্লাস যাতে শুরু করা যায়, সেই দিকেও নজর দিতে বলেছেন আইসিএসই সচিব।
এর আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে স্কুল খোলার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন জেরি আরাথুন। এখন ফের স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জেরি আরাথুন জানালেন, যেন দশম ও দ্বাদশ শ্রেণি অর্থাৎ যাদের বোর্ড পরীক্ষা রয়েছে তাদের যাতে রিভিসন ক্লাস করানো যায়, সেদিকে নজর দিতে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন