সাত মাসে সবচেয়ে কম করোনা সংক্রমণ ভারতে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার১৭৯।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৭ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩২৭ জন। একদিকে যখন করোনায় সংক্রমণের হার কমছে তেমনই সুস্থতার হারও ক্রমশ বাড়ছে। সুস্থ হয়ে উঠেছে মোট ১ কোটি ১ লাখ ১১ হাজার ২৯৪ জন।
এমন আবহের মধ্যে ১৯ জানুয়ারি থেকে ক্লাস ১০ -১২ এর স্কুল খোলার কথা ঘোষণা করল তামিলনাডু সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী পালানিস্বামী জানিয়েছেন, কোভিড -১৯ সুরক্ষা বিধি মেনেই পুনরায় স্কুল চালু হবে। তিনি জানান, আসন্ন বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পালানিস্বামী জানিয়েছেন, "৯৫ শতাংশ অভিভাবক বিদ্যালয় পুনরায় চালু করতে চাইছেন। প্রতি ক্লাসে কেবল ২৫ জন শিক্ষার্থীকেই অনুমতি দেওয়া হবে। এছাড়াও, রাজ্যের সব জেলায় কোভিডের ঘটনা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।" পাশাপাশি তিনি জানান, স্কুলগুলিতে শিক্ষার্থীদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ট্যাবলেট বিতরণ করা হবে।
Amader West Bengal e Kobe theke khulbe?
উত্তরমুছুন