এবারের বঙ্গ-সফর বাতিল হয়েছে অমিত শাহের। সাতসকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। আজই বিশেষ চাটার্ড বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন হাওড়ার ডুমুরজোলায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীদেরও ওই সভা থেকেই বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে আইইডি বিস্ফোরণের জেরে অমিত শাহ ওই সভায় থাকতে পারছেন না। যদিও হাওড়ার সেই সভা হবে। সেখানে হাজির থাকতে পারেন বিজেপি-র সর্বভারতীয় স্তরের এক বা একাধিক বড় নেতাও।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগদানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ছেড়ে আসা চার জনকেই বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ দিন বিকেলেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন