প্রায় এক বছর পরে রাজ্যে খুলেছে স্কুল। যদিও ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা আতঙ্ক এখনও কাটেনি। এমন আবহে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানা গিয়েছে এদিন।
শুধু স্কুলের ভিতরেই নয়, বাইরেও পড়ুয়াদের মধ্যে দূরত্ব-বিধি বজায় থাকছে কি না, তা দেখতে নজরদারি শুরু করছে শহরের বেশকিছু স্কুলে। স্কুলে দূরত্ব-বিধি মেনে এক বেঞ্চে দু-জনের বসার ব্যবস্থা, মাস্ক পরে থাকা, হাত বার বার স্যানিটাইজ করা, টিফিন পিরিয়ড না থাকায় স্কুলে কিছু না খাওয়া এবং খেলাধুলো থেকে বিরত থাকার মতো সব করোনা-বিধি স্কুলের ভিতরে যাতে পড়ুয়ারা মেনে চলে সেই কারণে সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। কিন্তু ছুটির পরে স্কুলের বাইরে গিয়ে যেন সব সংযমের বাঁধ ভেঙে যাচ্ছে। সেখানে শুরু হয়ে যাচ্ছে একে অপরকে আলিঙ্গন করা, এমনকি বাইরের ঝালমুড়ি, চাট ভাগ করে খাওয়াও। প্রায় দশ মাস পরে গত ১২ তারিখ স্কুল খোলার প্রথম দিনেই এই দৃশ্য দেখা গিয়েছে শহরের বহু স্কুলের বাইরে। পড়ুয়াদের এই আচরণ নিয়ন্ত্রণ করার জন্য এ বার স্কুলের বাইরেও নজরদারি চালাবেন বলে ঠিক করেছেন কিছু স্কুলের কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন