নির্বাচনের মুখে স্বস্তিতে রাজ্য সরকার। প্রাথমিকের ১৬,৫০০ জনের নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্টে পড়ল না। এদিনের আদালতের এই নির্দেশের পরে নিয়োগ-প্রক্রিয়া চালায়ে যেতে আর কোনও বাধা থাকল না। যেভাবে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে সেই ভাবেই এই প্রক্রিয়া চলবে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ। ১৬,৫০০ জন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে। এই অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল একাধিক মামলা। রাজ্যের ১৬,৫০০ জন শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ফের প্রশ্নের মুখে, কলকাতা হাইকোর্টে দায়ের হল একাধিক মামলা। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এবং নিয়ম না-মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।কয়েকশো চাকরি-প্রার্থী মামলা করেছেন বিচারপতিরা রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ করার প্রক্রিয়া কি সম্ভব? সরস্বতী পূজা উপলক্ষে দুটি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নিয়োগের এক একটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগকর্তারা। এমন বহু নমুনা আছে যেখানে নিয়োগে অস্বচ্ছতার উদাহরণ রয়েছে বলে দাবি আইনজীবীদের। যদিও আজকের আদালতের নির্দেশের পরে স্বস্তিতে চাকরি প্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন