সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের মুখে বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ফের সুখবর দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি টুইটারে ঘোষণা করেন, এবার থেকে রাজ্য সরকারের 'বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি' পাবেন একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। যদিও এই বৃত্তি আগে থেকেই চালু ছিল।
অপরদিকে মুখ্যমন্ত্রী গতকাল রায়গঞ্জের জনসভা থেকে বলেন, "আশার মেয়েরা বেশ ভাল করে কাজ করে যান। আগামী দিনে আমার টার্গেট আছে আমি আস্তে আস্তে অনেকটা দেখে দেবো। আইসিডিএসকেও বলবো আপনাদের সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্রের সরকার। আমরা কিছুদিন আগে টাকা বাড়িয়েছি, আগামী দিনে আবার দেখে দেবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন।" মমতা আরও বলেন, "প্যারা টিচারদের আমি বলব আপনাদের তিন বছরে যে ৩ শতাংশ বর্ধিত হত সেটা বাজেটে আমরা বছরে বছরে ৩ পার্সেন্ট করে দিয়েছি। অনেক প্যারা টিচারের চাকরি হয়েছে আর আস্তে আস্তে যাতে আরও হয় সেই নিয়ে আমি কথা বলব।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন