এদিন দুপুর ১২টা নাগাদ মুজাফফর আহমেদ ভবনে পৌঁছে যান অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান। সিপিআই(এম)-এর তরফে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। আগে থেকেই এই বৈঠকে শরিকদের রাখা হবে না ঠিক হয়েছিল। ইতিমধ্যেই ১৯৩টি আসন ভাগ হয়ে গিয়েছিল।
বৈঠকের শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 'আজ প্রথম বার দু'তরফের বিধানসভা ভিত্তিক আলোচনা হয়েছে। তবে, ২৯৪ আসনের মধ্যে ২৩০ বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়েছে।' আলোচনা কি ফলপ্রসূ? কোনও সংঘাত? বিমান বসু বলেন, 'আমাদের জোটভিত্তিক আলোচনার ক্ষেত্রে কোনও সংঘাত নেই।' তবে ৬৪ আসনে জোট নিয়ে পরে নিষ্পত্তি হবে।'
প্রসঙ্গত, ডেডলাইন ছিল ৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার। ঠিক কত আসন আব্বাস সিদ্দিকিকে ছাড়া হবে তা চূড়ান্তভাবে জানানোর কথা ছিল বাম এবং কংগ্রেসের। এদিন দীর্ঘ প্রায় দু-ঘণ্টা ধরে আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআই(এম) সদর দফতরে বৈঠক করলেন সিপিআই(এম) ও কংগ্রেস নেতৃত্ব। ডাকা হল না আব্বাসকে। জানানো হল না কত আসন ছাড়া হবে। তাই আপাতত জোট হচ্ছে না ধরে নিয়ে একা চলার পথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন