সম্প্রতি কলকাতায় পুলিশ নিগ্রহের অভিযোগে উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। যদিও DYFI কর্মী দীপঙ্কর সেনগুপ্তের পুলিশ হেফাজতের আবেদন খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। জামিন অযোগ্য ধারা থাকায় তাঁকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
জামিন অযোগ্য ধারা থাকার পরও পুলিশ নিগ্রহের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তকেও হেফাজতে নিতে পারল না কলকাতা পুলিশ। মঙ্গলবার বাঙুর অ্যাভিনিউ থেকে দীপঙ্করকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ। তার আগে মঙ্গলবার সকালে SFI -এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যসহ ২৫০ জন বাম কর্মীর বিরুদ্ধে পুলিশ নিগ্রহের অভিযোগে তালতলা থানায় দায়ের হয় অভিযোগ। তাতে তিনটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৭টি ধারা দেওয়া হয়।
বাম সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সোমবার সন্ধ্যায় এন্টালির দীনেশ মজুমদার ভবনের সামনে ২ পুলিশ কর্মীকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন তাঁরা। একজনের উর্দি ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন