বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। তার তিন বছর পর গতকাল, রবিবার রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট) আয়োজিত হয়। কোভিডবিধি মেনে নেওয়া হল প্রাথমিক টেট পরীক্ষা। সারা রাজ্যের প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট-২০১৭-য় অংশ নিয়েছেন।
গতকাল মোট ২ ঘণ্টা ৩০ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের উত্তর দেওয়ার জন্য। রাজজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবারের টেট পরীক্ষা।
প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এর পরে বিজ্ঞপ্তিও জারি হয়। কয়েক লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই পরীক্ষা গত তিন বছরে নিয়ে উঠতে পারেনি পর্ষদ। এরপর ২০২০ সালের ডিসেম্বরে রাজ্য টেটের জন্য আরও একবার বিজ্ঞপ্তি জারি করে। তার ভিত্তিতেই গতকাল পরীক্ষা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন