প্রায় ১১ মাস পর আজ থেকে খুলেছে স্কুল। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। আজ এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।একি সাথে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরনেও উল্লেখযোগ্য বদল হতে চলেছে।কেমন পরিবর্তন হতে চলেছে?
নতুন সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ কেমন হতে চলেছে, সেই বিষয়ে এদিন বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিনের পর্ষদ সভাপতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২১ সালে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত বিষয়ের সিলেবাস হ্রাস করা হয়েছে সেগুলির প্রথম দফার বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের ধরন প্রকাশ করা হল। সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন প্রশ্নপত্রের ধাঁচ শুধুমাত্র ২০২১ সালের জন্য।'
টেস্ট না হওয়ায়, অন্য বছরের তুলনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে সেটা প্রায় নিশ্চিত। তেমন ধরে নিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। আর করোনাকালে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরীক্ষার্থীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাকেন্দ্রে বসানোর কথাও ভাবতে হচ্ছে পর্ষদকে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন