স্কুল খুলতেই করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া। করোনার কারণে প্রায় ১০ মাসের কাছাকাছি সময় বন্ধ ছিল স্কুল। পরবর্তীকালে ধাপে ধাপে বিভিন্ন রাজ্য নিয়ম বিধি মেনে স্কুল খুলেছে।
জানা গিয়েছে, কার্নালের সেনা বিদ্যালয়ের কমপক্ষে ৫৪ জন পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯০ জন শিক্ষক, কর্মচারী ও পড়ুয়াদের কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থীদের রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবর জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
অপরদিকে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে। আর এই নিয়ে চিন্তা বাড়ছে। সম্প্রতি কসবার চিত্তরঞ্জন হাইস্কুলে প্রথমে এক শিক্ষিকা কোভিডে আক্রান্ত হন। তার পরে ওই স্কুলের আরও দু-জন শিক্ষিকার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যে সব পড়ুয়া ওই শিক্ষক-শিক্ষিকাদের সংস্পর্শে এসেছিল, তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। এর পরে প্রশ্ন উঠেছে, পড়ুয়াদের উপরে যাঁরা নজরদারি চালান, সেই শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই কি করোনা-বিধি ঠিকমতো মেনে চলছেন? শহরের শিক্ষকদের একাংশের অভিযোগ, শুধু চিত্তরঞ্জন হাইস্কুলই নয়, আরও দু-একটি স্কুল থেকে শিক্ষকদের অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। কিন্তু সব খবর প্রকাশ্যে আসছে না। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের কর্তারা মনে করছেন, শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি করে সচেতন হওয়া দরকার। শিক্ষা দফতরের এক কর্তা বলেন, "শিক্ষকদের সব সময়ে মনে রাখা উচিত, স্কুলে পড়ুয়াদের সঙ্গে অনেকটা সময় কাটান তাঁরা। তাই আরও বেশি করে সচেতন হতে হবে তাঁদের।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন