"ডিএম-এসপি বদলেও কিচ্ছু আসে যায় না। যারা আসছে, তারাও আমাদের লোক।" প্রথম দফা ভোটের আগে কমিশনের আরও একপ্রস্থ প্রশাসনিক রদবদলের সিদ্ধান্তের ঘটনায় এমনটাই দাবি করলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দাগলেন, "নির্বাচন কমিশন বিজেপি কমিশনে পরিণত হয়েছে।
অপরদিকে, বহিরাগতদের দিয়ে ভোট লুটের চক্রান্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন জনসভায় তিনি এ নিয়ে জনগণকে সতর্ক করছেন। বুধবারও বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে তিনি বলেছিলেন, ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিলি করছে বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, টাকা বিলিতে জড়িতদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলে পুরস্কারস্বরূপ চাকরি দেবেন। এই মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। আর বৃহস্পতিবার মেদিনীপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের বললেন, "যারা ভোটিং মেশিন পাহারা দেবে, তাদের জন্য আমি কিছু করবই করব।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন