তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ফের ভারত বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। আগামী ২৬ মার্চ শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশ জুড়ে বনধ পালন করা হবে। কৃষকদের ডাকা বনধের জেরে দোকানপাট বন্ধ থাকতে পারে। সেসময় রেল, যান চলাচল বন্ধ থাকতে পারে।
তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষকদের বিক্ষোভ ইতিমধ্যেই ১০০ দিন পার করেছে।
Loading...
কৃষকনেতা দর্শন পাল বলেন, 'আমরা ভারতবাসীর কাছে আবেদন করব, যাতে কৃষকদের গৌরবের স্বার্থে এই ভারত বনধকে তাঁরা সফল করে।' কৃষক নেতারা আরও জানান, আগামী ২৮ মার্চ 'হলিকা দহন' চলাকালীন নতুন কৃষি আইনের কপিগুলি পোড়ানো হবে।
Loading...

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন