নির্বাচনের মুখে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে উঠল স্থগিতাদেশ। বৃহস্পতিবারই এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না। তবে আগামী দু-সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে নাকি তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে পর্ষদের আধিকারিক সূত্রে খবর। রাজ্যে জারি আছে নির্বাচনী আচরণবিধি। মেধা তালিকায় থাকা যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে নাকি তা নিয়েই মূলত আইনজীবীদের সঙ্গে আলোচনা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে। যদিও স্কুল শিক্ষা দফতরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদ কে বলা হয়েছে এই বিষয়ে কমিশনের মতামত নেওয়া প্রয়োজনীয় নাকি তা নিয়ে আলোচনা করুক পর্ষদই। এ বিষয়ে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন "হাইকোর্টের নির্দেশ দিয়েছে আমরা তা মেনে চলব। নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিতে হবে নাকি সেই বিষয়ে আমি অভিজ্ঞ নই। আগে হাইকোর্টের রায়ের কপিটা পড়ি। তবে তারপর এই বিষয়টি নিয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন