আশঙ্কা ছিলই, পুরনো মামলাগুলিতে এনআইএ-র তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার হতে পারেন ছত্রধর মাহাতো।
Loading...
২০০৯ সালে সিপিয়াই(এম) নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় প্রথমে তাঁকে আটক করা হয়। পরে ৪টে নাগাদ তাঁকে গ্রেফতার করে এনআইএ। তাঁকে কলকাতার সল্টলেকে এনআইএ-র দফতরে নিয়ে আসা হয়। ছত্রধর মাহাতো-র বিরুদ্ধে ইউএটিএ ধারায় মামলা রুজুর পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। এনআইএ-র দাবি, ২০০৯ সালে ছত্রধর মাহাতো রাজধানী এক্সপ্রেস আটকে ছিলেন। সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। একিসাথে এনআইএ-র সূত্রে খবর, খুনের ঘটনায় ছত্রধর মাহাতো সহ ৩৩ জনের চার্জশিট জমা দিয়েছিল এনআইএ।
Loading...

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন