কোভিড পরিস্থিতিতে আতঙ্ক গোটা দেশ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাক ৪৬ হাজার ৭৮৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১-তে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।
এমন সময় বেতন বিধি বিলের আওতায় কর্মচারীদের জন্য কাজের সময়, বেতন কাঠামো, বেতনের হাতে পাওয়া অংশ, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সম্পর্কে দেখা দিতে চলেছে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল কোড অন ওয়েজ বিল ২০১৯। গত ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার এই নতুন বিলটি কার্যকর করতে চাইলেও বেশকিছু কারণে তা পিছিয়ে যায়। এগুলির মধ্যে অন্যতম দু-টি কারণ হল, যাতে রাজ্যগুলি আরও বেশি সময় পায় এবং মানব সম্পদ নীতি পরিবর্তনের জন্য সংস্থাগুলিও আরও সময় পায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন