নির্বাচনের আগে কমিশনের চোখে ধুলো দিয়ে উধাও অনুব্রত মণ্ডল। কোথায় গেলেন বীরভূমের 'কেষ্টদা'? উত্তর খুঁজছে সকলেই। কয়েক ঘন্টা পরেই বীরভূমে ভোট। তার আগে নজরবন্দি অনুব্রত নজর এড়িয়ে জেলার স্পর্শকাতর বুথে হাজির হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার বিকেল ৫টা থেকেই কার্যকর হয় এই নির্দেশ বলে জানা গিয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, ইতিপূর্বে উনিশের লোকসভা নির্বাচনের সময় অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা রাখারা সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তবে সেটা ছিল শুধুমাত্র ভোটের দিন। যদিও তৃণমূল নেতার ঘনিষ্ঠ মহলের মতে, ভোটের দিন খোশমেজাজেই ছিলেন তিনি। কোথায় কেমন ভোট হচ্ছে, দিনভর সেই তথ্য নিজের নখদর্পনে রেখেছিলেন তিনি। এবারও ভোটের আগে থেকেই অনুব্রতকে নজরবন্দি করল কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন