প্রায় এক বছর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছিল, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে জুনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। রেলওয়েতে গ্রুপ ডি-তে ১.০৩ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগের কথা। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে পরীক্ষা ফের পিছিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বরে রেল গ্রুপ ডি (স্তর -১) নিয়োগ পরীক্ষার নতুন দিনক্ষণ জানায়। বলা হয়, ২০২১-এর ১৫ এপ্রিল থেকে জুনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
অপরদিকে এনটিপিসি ষষ্ঠ পর্ব পরীক্ষা গত ৮ এপ্রিল শেষ হয়েছে। এনটিপিসি নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পরেই রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা শুরু হবে বলে মনে করছিলেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে পাওয়া খবর অনুসারে ১ কোটি ১৫ লক্ষ চাকুরিপ্রার্থী রেলে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন করেন। রেলের স্থায়ী চাকরির আশায় এই পরীক্ষার জনপ্রিয়তা সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে অনেকটাই বেশি। এছাড়া এই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতাও কিছুটা কম লাগে। অন্যান্য বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার তুলনায় কিছুটা হলেও প্রশ্নের মান সহজতর হয়। এই কারণে বহু চাকরিপ্রার্থী এবিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেন। তবে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ পরীক্ষার দিনক্ষণ নিয়েই অনিশ্চয়তায় চাকরি প্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন