লাগামহীন রাজ্যের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদফতরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৮৮৯ অর্থাৎ প্রায় ১৬ হাজার। শনিবার এই সংখ্যা ছিল ১৪ হাজারের একটু বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ৫৭ জন।
এমন সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি নড়েচড়ে বসেছে। এবার কেন্দ্রের তরফে রাজ্য গুলিকে করোনা মোকাবিলায় একাধিক পরামর্শ ও নির্দেশাবলীর চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই মত পশ্চিমবঙ্গের হাতেও এসে পৌঁছেছে সেই চিঠি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব অজয় ভাল্লার সেই চিঠিতে রাজ্য গুলিকে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে এলাকাভিত্তিক লকডাউন, বড় জমায়েত নিষিদ্ধ, গণ পরিবহনে কাটছাঁট, এমনকি নৈশ কারফিউর কথাও বলা হয়েছে তাতে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় কন্টেনমেন্ট জোন তৈরির কথাও বলা হয়েছে। আর এই কন্টেনমেন্ট জোন গুলিতে বিয়ের অনুষ্ঠান এবং শ্রাদ্ধানুষ্ঠানে যথাক্রমে ৫০ এবং ২০ জনের জমায়েতের কথা বলা হয়েছে। পাশাপাশি, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব ধরণের সমাবেশ এই কন্টেনমেন্ট জোন গুলিতে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন