এদিন ফের উত্তপ্ত মগরাহাট পশ্চিম কেন্দ্রের নেতড়া। তৃণমূলের বিরুদ্ধে বোমা ও অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগ তুলে বুথের সামনেই সকাল থেকে ধর্নায় বসে পড়েন আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। তাঁকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এ দিন সকালে নেতড়া হাই মাদ্রাসা স্কুলের সামনে বসে থাকতে দেখা যায় মইদুল ইসলামকে। তিনি বলেন, বোমা-পিস্তল নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলকর্মীরা। তাতে ভোটাররা ভয় পাচ্ছে বলে দাবি করেন তিনি।
Loading...
তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার দাবি, এলাকার ভোটারদের ভয় দেখাচ্ছে মইদুল ইসলাম। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মইদুল ইসলাম ভোটারদের বলছেন, ভোট না দিলে দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন মইদুল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন