করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই ভাইরাসের কারণে গোটা দেশে অব্যাহত মৃত্যুমিছিল। এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন অধ্যাপক সহ ৪৪ জন কর্মী। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এই ভয়ঙ্কর পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন এবং আরও মারাত্মক কোনও ভ্যারিয়েন্টের কারণে হয়ত মৃত্যু হয়েছে ৪৪ কর্মীর। বিষয়টি নিয়ে যাতে গুরুত্ব সহকারে গবেষণা করা হয় সেই আবেদন চিঠিতে জানিয়েছেন তিনি। তিনি আরও লিখেছেন, আমরা এব্যাপারে সন্দিহান যে করোনা ভাইরাসের ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টটি আলীগড়ের সিভিল লাইন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যেখানে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো রয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন