দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে সামান্য লাগাম। এদিন একটু কমল দৈনিক করোনা সংক্রমণ। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। রবিবার এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭২ হাজারেরও বেশি।
একদিনে করোনার বলি ৩৪১৭জন।
গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে বৃদ্ধি পেয়েছিল বেকারত্বের সমস্যা। লকডাউন শুরু হওয়ার পরে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছিল। তার জেরে ধাক্কা খেয়েছিল দেশের অর্থনীতি। কিন্তু ফের ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ার পরে কাজে যোগ দেন অনেকে। কিন্তু করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পরে ফের মানুষ কাজ হারতে শুরু করেছেন, এমনটাই দাবি করা হয়েছে একটি সমীক্ষায়। শুধুমাত্র এপ্রিল মাসে ভারতে ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন বলে জানানো হয়েছে রিপোর্টে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট (সিএমআইই) নামের একটি বেসরকারি গবেষণা সংস্থা জানিয়েছে, মার্চ মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ। এপ্রিল মাসে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৯৭ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন