পশ্চিমবঙ্গে কোথায় গেল বাম ভোট? এই রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পরেও এই আলোচনা সবার মুখে মুখে। বিশেষ করে রাজ্য সিপিএমের অন্দর এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের ঘোষণার পরেই রাজ্য নেতৃত্বকে কার্যত কাঠগড়ায় তুলেছেন কান্তি গঙ্গোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্যর মতো নেতারা।
এর ঠিক উল্টো ছবি দক্ষিণের রাজ্য কেরলে। সেখানে প্রশ্ন 'রাম' ভোট কোথায় গেল? গেরুয়া ভোটে কারা ফায়দা তুলল কেরল থেকে?
এবার বঙ্গভোটের ময়দানে কোমর বেঁধে নেমেছিল গেরুয়া শিবির। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আশা ছিল, ভাল ফল হবে কেরলেও। দক্ষিণের এই রাজ্য থেকে কমপক্ষে ৪০ আসন দাবি করেছিল বিজেপি। কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনের দাবি ছিল, এবার তাঁরা ৪০-এর কাছাকাছি আসন পাবেন। কিন্তু ফল প্রকাশ হতেই দেখা যাচ্ছে, বাংলার মতো কেরলেও বিজেপির অস্তিত্ব আর নেই। এ রাজ্যে সিপিএম শূন্য। আর কেরলে বিজেপির স্কোর সেই একই। তাতেই প্রশ্ন উঠছে, কোথায় গেল বিজেপির ভোট?
রাজনৈতিক মহলের দাবি, এবারের নির্বাচনে মোদী ভক্তরা ঢেলে ভোট দিয়েছেন সিপিএমকেই। তাই পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের দস্তুর বদলে দিয়ে ইতিহাস তৈরি করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা পিনারাই বিজয়ন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন