এদিন দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বললেন, আগামী ১৫ দিনে সংক্রমণ বাড়বে। যে যার নিজের নিজের পাড়ার দায়িত্বে থাকুন। এবার নিজেরাই নিজেদের রক্ষা করুন। তবে রাজ্য সরকারের পক্ষে কোভিড মোকাবিলায় সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ৪০ শতাংশ শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বললেন, "দয়া করে সবাই মাস্কটা পরুন। এমন করে মাস্কটা পড়বেন যাতে নাক-মুখ বেরিয়ে না যায়। মাস্কটা যাতে নাক-মুখ ভালোভাবে ঢেকে রাখে।" আগামী ১৫ দিনে করোনার সংক্রমণ বাড়াবে বলে জানান তিনি।
অপরদিকে, ভোট-পরবর্তী হিংসাতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 'ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।' এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই কথা ঘোষণার পাশাপাশি, বিজেপিকে সংযত হওয়ার সতর্কও করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কমিশনের অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীন ১৬ জনের মৃত্যু হয়েছে। মমতা বললেন, 'করোনায় বন্ধ মিটিং-মিছিল, তাও কেন কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায়? ভোট পরবর্তী হিংসা না হওয়ার জন্য শান্তির বার্তা দিয়েছি। সংযত হোক বিজেপি, মানুষের রায় মেনে নিন।' এদিন কোচবিহারে আক্রান্ত হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'কোচবিহারে গুণ্ডামি একটু বেশি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। যেখানে বিজেপি আসন বেশি পেয়েছে, সেখানে গুণ্ডামি বেশি হচ্ছে। গুণ্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন