করোনা আবহে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। অনেকেই মনে করছেন এই বৈঠকের পরে ডিএ নিয়ে জটিলতা কাটতে পারে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ এবং এরিয়ার নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে বৈঠক করবে নরেন্দ্র মোদীর সরকার। গত ৮ মে ডিএ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক স্থগিত হয়।
বলা হচ্ছে, সপ্তম বেতন কমিশনের মেট্রিক্স ইস্যু নিয়ে আলোচনা করে একটি সমাধানসূত্র বের করার চেষ্টা করবে। ২০২০ সালের জানুয়ারি, জুলাই এবং ২০২১ সালের জানুয়ারি—এই তিনটি ডিএর কিস্তি বকেয়া রয়েছে। চলতি বছর বাজেটের পর সরকার সিদ্ধান্ত নেয়, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। যদিও সেই ঘোষণায় বকেয়া তিনটি কিস্তির বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। কেন্দ্রীয় কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে উদ্বেগের প্রধান কারণ হল, বকেয়া তিন কিস্তির এরিয়ার কি মিলবে? নাকি তিন কিস্তির ডিএ যে শতকরা হারে বৃদ্ধি পেয়েছে, সেটাই শুধু মূল বেতনের সঙ্গে যুক্ত হবে? ২০২০ সালের জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা ছিল। তারপরই ডিএ ফ্রিজ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন