আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। '১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব', করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা করবে সরকার। আগামী ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই জেলাতে উত্তরপত্র পাঠাতে হয় পর্ষদের। তা পাঠাতে হয় মূলত ট্রেনের মাধ্যমেই। কিন্তু এখনও পর্যন্ত তা পাঠানো সম্ভব হয়নি, কারণ রেল এখনও পর্যন্ত কোনও বুকিং নেয়নি উত্তরপত্র পাঠানোর জন্য পর্ষদের থেকে।
যদিও পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছিল পর্ষদ। করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি ঘরে কতজন করে ছাত্র-ছাত্রী বসবেন তা নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিল পর্ষদ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে সে ক্ষেত্রে পরীক্ষা নেওয়াটা যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষা না নেওয়ার ব্যাপার নিয়ে নিয়ে রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তারপর যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের তরফেও মতামত চাওয়া হয়েছে পর্ষদের। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কী ভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া যেতে পারে। পর্ষদ সূত্রের খবর, পরীক্ষা না হলে মাধ্যমিকের নম্বর কী ভাবে মার্কশিটে দেওয়া হবে, তা নিয়েও রীতিমতো চিন্তিত পর্ষদের আধিকারিকরা। সে ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্টের উপরেই কি নির্ভর করছে এবারের মাধ্যমিকের নম্বর? তা নিয়েই আলোচনা শুরু করেছেন পর্ষদ আধিকারিকরা বলেই সূত্রের খবর।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন