সংরক্ষণ নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। কিছুমাস আগে সংরক্ষণ নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। মারাঠা সংরক্ষণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেঞ্চ প্রশ্ন করেছিল, "স্বাধীনতার ৭০ বছর পরেও কি আমাদের মানতে হবে কোনও অনগ্রসর শ্রেণিই অগ্রসর হয়নি?"
চাকরি ও শিক্ষায় মারাঠাদের ১৬ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে বিল পাশ করেছিল ঠাকরে সরকার। সেই বিল নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ পর্যবেক্ষণে আগেই জানিয়েছিল, যদি সংরক্ষণের ক্ষেত্রে ৫০ শতাংশ বা কোনও ঊর্ধ্বসীমা না থাকে তাহলে সকলের সমান অধিকার কীভাবে ব্যক্ত হবে? ১৯৯৩ সালে ইন্দিরা সহায় মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেন কোনও সংরক্ষণই ৫০ শতাংশ না পেরিয়ে যায়। কিন্তু মারাঠাদের সংরক্ষণ সংক্রান্ত বিল অনুযায়ী, ১৬ শতাংশ সংরক্ষণ হলে সেই অঙ্কটা ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। বিতর্ক বাড়ে এর পর থেকে। তাই সেই সংরক্ষণ বাতিল করে দিল দেশের সুপ্রিম কোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন