প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৭৮০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৭৩১জন। কেবল গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন।
লকডাউনের জেরে সব থেকে সমস্যায় পড়েছিল ছাত্র-ছাত্রীরা।
রাজস্থানের বহু স্কুলপড়ুয়াদের অভিভাভকদের আবেদনের ভিত্তিতে এদিন সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। এদিন শীর্ষ আদালতে একটি মামলার শুনানিতে জানিয়েছে, অন্তত ৩০ শতাংশ বেতন কমাতে পারে স্কুলগুলি। বিচারক এএম খানভিলকার ও দীনেশ মহেশ্বরীর বেঞ্চ এদিন জানিয়েছে, এমন কোনও আইন এদেশে নেই যা স্কুলগুলিকে বেতন মকুব করার কথা বলতে পারে। তবুও আদালতের তরফে স্কুলগুলিকে এই সময়ে বেতন কমানোর জন্য বলা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন