রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন সময় রাজ্যের মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পড়ুয়াদের ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাধ্যমিকে মূল্যায়নে ঘোরতর আপত্তি রাজ্যের শিক্ষক সংগঠনগুলির।
করোনার কারণে জুনে মাধ্যমিক নেওয়া সম্ভব নয় বলেই স্কুলশিক্ষা দফতরকে জানিয়েছে পর্ষদ। কিন্তু পরীক্ষা যে নেওয়া যাবে না, এমন কথা সরকারকে পর্ষদ জানায়নি। পরীক্ষার প্রস্তুতি নিয়ে পর্ষদ রয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। মাধ্যমিক নিয়ে পর্ষদের এই সিদ্ধান্তহীনতায় দিন দিন উৎকণ্ঠা বাড়ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শেষমেশ পরীক্ষা বাতিল হবে, না আপাতত স্থগিত রাখা হবে, তা নিয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তেমন পরিস্থিতি হলে বিকল্প কোন পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন হবে, তা নিয়ে পর্ষদ ও শিক্ষা দফতরের আধিকারিকরাও নিজেদের মধ্যে আলোচনা করছেন। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।
মাধ্যমিক বাতিল হলে কীসের ভিত্তিতে মূল্যায়ন হবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ২০১৯ সালে শেষবার নবমের বার্ষিক পরীক্ষায় বসেছিল। এখন মাধ্যমিক বাতিল করলে, ২০১৯ সালের ভিত্তিতে মূল্যায়ন করা ছাড়া অন্য উপায় আর থাকছে না। তাতে পরীক্ষার্থীদের মান নির্ধারণে যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন শিক্ষকদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন