সবকিছু হয়েছিল নিয়ম মেনেই। অনেকের হাতে পৌঁছেছে নিয়োগ পত্রও। কিন্তু মাসের পর মাস কাটলেও চাকরিতে যোগ দিতে পারেননি তাঁরা। একই পরীক্ষা দিয়ে ২৮০০ প্রার্থীতে চাকরিতে যোগ দিলেও বাকি সাড়ে ৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনও ঝুলে আছে। আর এই অভিযোগ নিয়েই আজ কলকাতায় হাজির হয়েছেন কয়েক-শ চাকরি প্রার্থী।
জানা গিয়েছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিয়েছিলেন এই সব বিক্ষোভকারী প্রার্থীরা। এই পদের জন্য ৮, ৪১৯ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২৮০০ জনের নিয়োগও হয়ে গিয়েছে। কিন্তু বাকিদের এখনও নিয়োগ করেনি সরকার। এরই মাঝে একটা আইনি জটিলতাও তৈরি হয়েছিল এই নিয়োগে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় পেরিয়ে গেলেও এখনও কেন নিয়োগ শুরু হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। কয়েক মাস হয়ে গিয়েছে, তাঁদের অনেকের হাতে এসেছে নিয়োগ পত্র, অথচ চাকরিতে যোগ দিতে পারছেন না তাঁরা। এই ইস্যুতেই আজ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন