একটা লম্ব সময় ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ-এর জন্য অপেক্ষা করছেন। এবার কর্মচারীদের সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে। জানতে পারা গিয়েছে সেপ্টেম্বর মাসের বেতনে সঙ্গি তিন কিস্তির ডিএ পাওয়া যাবে। তবে এখানেই শেষ নয়, বাড়ি নির্মাণের জন্য অগ্রিম অর্থের সুবিধাও পাওয়া যাবে।
করোনার দাপটে নাজেহাল দেশবাসী। এমন সময় ডিএ বাড়লে সুবিধা হবে বহু মানুষের। যদিও গত দেড় বছর ধরেই ডিএ বাড়ার সম্ভাবনা থাকলেও তা বাড়েনি। অনেকেই ভেবেছিল জুলাই থেকে বেড়ে যাবে মহার্ঘভাতা। এবার জানা গেল আগামী সেপ্টেম্বর থেকে বাড়তে পারে মহার্ঘভাতা। বহু মানুষের নজর এখন সে দিকেই। করোনা ভাইরাসের কারণে বহু সরকারি কাজ থমকে রয়েছে। তা না হলে অনেক আগেই ডিএ বাড়ত বলে মত বহু মানুষের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন